হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বাংলাদেশ কৃষক সমিতির  সম্মেলন অনুষ্ঠিত 
স্টাফ রিপোর্টার,  কেশবপুর যশোর :
যশোরের কেশবপুরে বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি কেশবপুর উপজেলা শাখার আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  স্বপন মণ্ডল স্বপন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলার সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাডভোকেট আমিনুর রহমান হীরু।
বাংলাদেশ কৃষক সমিতি কেশবপুর উপজেলার সদস্য সাংবাদিক দিলীপ মোদক এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  যশোর জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সদস্য আকরাম হোসেন, ক্ষেত মজুর সমিতির মনিরামপুর উপজেলার সভাপতি আব্দুল মজিদ।
কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এবং কৃষকের সকল ফসলের লাভজনক দাম চাই এই দাবীতে বাংলাদেশ কৃষক সমিতির নেতৃবৃন্দ একটি মিছিল করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক স্বপন মন্ডলকে সভাপতি, পীর আলীকে সাধারণ সম্পাদক এবং মহিতোষ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন