স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর উপজেলা ২-১ গোলের ব্যবধানে যশোর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শনিবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা দেখতে হাজারও দর্শক মাঠে হাজির হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। খেলায় অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।
এ খেলায় চ্যাম্পিয়ন দল অভয়নগরকে ১ লাখ ও রানার আপ দল যশোর সদরকে ৭০ হাজার টাকার পুরস্কার এবং ট্রফি দেওয়া হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভয়নগর উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় আরঙ্গ। যশোর ফুটবল দলের জাহিদুল ইসলাম টুর্নামেন্ট সেরা হন।