স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক স.ম কামরুজ্জামান (৪৫) ও তার ছেলে সহ ৫ জন কে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেশবপুর থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার বাউশলা গ্রামের শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে প্রভাষক স.ম কামরুজ্জামান (৪৫) তার ছেলে আবু তাসকিন ইবনে হাসান (মাহি) (২০), ভরতভায়না গ্রামের হাফিজুর রহমান (৫০), বিদ্যানন্দকাটি গ্রামের আব্দুল গনি (৪২) ও শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমানকে (৩৫) আটক করে।
এদিকে বহুল আলোচিত প্রভাষক স.ম কামরুজ্জামান এর বিরুদ্ধে শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে লক্ষ-লক্ষ টাকা আত্মসাত ও বিভিন্ন রকমের অনিয়মের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে আটক করা হয়েছে। বুধবার সকালে আটককৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে ।