স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরের মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার সকালে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, কিচমিচ ও বাদাম দেওয়া হয়।
মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু, সাংস্কৃতিক কর্মী রাফি গাজী প্রমুখ।