স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী দিলেন ডাক্তার হাসনাত আনোয়ার মুন। বৃহ¯পতিবার বিকেলে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন কেশবপুরের সন্তান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হাসনাত আনোয়ার মুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে ও আমরা সাজাবো কেশবপুর সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু। ঈদ সামগ্রী হিসেবে প্রতিবন্ধীদেরকে সেমাই, চিনি, কিসমিস, বাদাম ও গুড়া দুধ দেওয়া হয়।
