হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক -১৫

কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক -১৫

কর্তৃক Editor
০ মন্তব্য 85 ভিউজ

কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ 

যশোরের কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জনকে আটক করেছে। আটককৃতদের বুধবার সকালে পুরিশ আদালতে সোপর্দ করেছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আলতাপোল গ্রামের আব্দু রশিদ মোড়লের স্ত্রী আন্জুমান আরা বেগম(৪০), কাবিলপুর গ্রামের আনন্দ দাস(৩৭),ব্যাসডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান(৩৫),কায়েমখোলা গ্রামের দেবল হালদার(২৭),বাীরয়াডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন(৩১),ব্যাসডাঙ্গা গ্রামের মহিউস সুন্না(৩০),আলতাপোল গ্রামের মঞ্জুয়ারা বেগম(৩৫),মনোহরনগর গ্রামের হাফিজুর রহমান(৪৫),বসুন্তিয়া গ্রামের টিটো(২২),বরাতিয়া গ্রামের চন্দন দাস(২১),কৃষ্ণ হালদার(৩১),তমাল হালদার(২২)আলতাপোল গ্রামের ইমরান হোসেন(২০),হযরত আলী (৫১),এবং মাদক মামলায় খতিয়াখালী গ্রামের উত্তম দাস(৩৫)কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন