হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে পাখির বাচ্চা দেয়ার নামে শিশু ধর্ষণ চেষ্টা \ যুবক আটক

কেশবপুরে পাখির বাচ্চা দেয়ার নামে শিশু ধর্ষণ চেষ্টা \ যুবক আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 114 ভিউজ

কেশবপুর(যশোর) প্রতিনিধি :

কেশবপুরের ভোগতি গ্রামে পাখির বাচ্চা দেয়ার নামে এক শিশুকে(৭) ধর্ষন প্রচেষ্টার ঘটনায় মাসুম বিল্লাহ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

কেশবপুর থানার এস আই আজিজুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভোগতি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ প্রতিবেশি রেজাউল ইসলামের শিশুকন্যা(৭)কে পাখির বাচ্চা দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ প্রচেষ্টা চালায় এ সময় শিশুটি চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশিরা এগিয়ে এসে শিশুটিকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। বর্তমানে শিশুটি তার বাবা মায়ের জিম্মায় রয়েছে। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন