হোম খুলনাযশোর কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ভ্রাম্যমান প্রতিনিধি :

যশোরের কেশবপুরে “সবার জন্য স্বাধীনতা, সমতা এবং ন্যায়বিচার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কেশবপুর উপজেলা ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‍্যালী শেষে কেশবপুর উপজেলা চত্বরে রোববার (১০ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেশবপুর ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি, মঞ্জুরুল হোসেন ডাবলু।

কেশবপুর ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি শামীম আখতার মুকুল-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর থানা ইন্সপেক্টর (তদন্ত), দেবাশীষ রায়, কেশবেুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, এশিয়ান টিভি কেশবপুর উপজেলা প্রতিনিধি ও সাবেক প্যানেল মেয়র ওয়াজদ খান ডব্লিউ, উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, কেশবপুর ওয়ার্ড পরিচালক আকমল আলী, সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেশবপুর ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী, দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ফুলের শুভেচ্ছা জানিয়ে শতাধিক কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দরা হাতে হাতে ওই কম্বল বিতরণ করেন। বিতরণকালে সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন