পরেশ দেবনাথ:
যশোরের কেশবপুরে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর-২৪) সকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেন। অতঃপর র্যালি শেষ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন- এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোক্তার আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জয়িতা নারীদের মধ্যে বক্তব্য রাখেন, নাজমা সুলতানা ও শ্রাবণী ঘোষ।
আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার ৫ জন জয়িতা নারীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহিদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী টুম্পা সাহা, সফল জননী নারী শ্রাবনী ঘাষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন গড়া নারী খাদিজা বেগম, সমাজ উন্নয়ন বিশেষ অবদানে নাজমা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,এস,এম জিল্লুর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও উন্নয়ন সহযোগী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।