হোম খুলনাযশোর কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত

ভ্রাম্যমান প্রতিনিধি :

যশোরের কেশবপুরে “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ “এই প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

৯ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল।

আরো বক্তব্য রাখেন, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়নের নির্বাহী পরিচালক সুফিয়া পারভীন শিখা, জয়িতাদেরা মধ্যে সাধনা বিশ্বাস, শিক্ষার্থী সুস্মিতা সিংহ প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলার ৫ জন জয়িতাদের উপজেলা প্রশাসন-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও বই প্রদান করা হয়।

তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ললিতা মন্ডল, সমাজ উন্নয়ন বিশেষ অবদান রাখায় সাধনা বিশ্বাস, শিক্ষা ও চাকুরীতে বিশেষ অবদান রাখায় ড. নাসরিন সুলতানা লাকী, নির্যাতনের বিভীষিকা মুছে জীবন গড়ায় ময়না রানী, সফল জননী নারী শাহানারা বেগম। নেতৃবৃন্দরা জয়িতাদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ এলাকার নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন