কেশবপুর(যশোর) প্রতিনিধি :
বুধবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠণ নবলোক এর আয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে পারষ্পারিক শিখন কার্যক্রম (এইচ এল পি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও নবলোক এর সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, কেশবপুর প্রেসকআলাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।
পশিক্ষণ পর্বে মুক্ত আলোচনানুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান মুন্সী মনোয়ার হোসেন, কেশবপুর সদও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, গৌরীঘোনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম হাবিব,উপজেলা পরিষদের সদস্যা রেহেনা ফিরোজ ও ইউপি সদস্যা নাজমা বেগম প্রমুখ।
s