স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিলন দে ও প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক শিক্ষক মতিয়ার রহমানের পিতা মৃত্যুবরন করেছেন। সোমবার রাতে সাংবাদিক মিলন দের পিতা জুয়েলারী ব্যবসায়ী জগন্মাথ দে (৬৮) দীর্ঘদিন রোগাক্রান্ত হয়ে শহরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।
মঙ্গলবার সকালে শহরের কুঠিবাড়ি শ্মশানের তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। অপর দিকে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক কেশবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক মতিয়ার রহমানের পিতা কওছার আলী মোল্যা (৮৫)কেশবপুর শহরে মতিয়ার রহমানের বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,এক ছেলে ও ৩ কন্রা রেখে গেছেন। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার কর্ন্দপপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারীক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এ দিকে দুই সাংবাদিকের পিতার মৃত্যুতে গবীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান কেশবপুর প্রেসক্লাব নের্তৃবৃন্দ।