হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে দিনদুপুরে মোটর সাইকেল চুরি

কেশবপুরে দিনদুপুরে মোটর সাইকেল চুরি

কর্তৃক
০ মন্তব্য 146 ভিউজ

নিজস্ব প্রতিনিধি,কেশবপুর :
কেশবপুরে দিন দুপুরে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আলতাপোল গ্রামের শেখ এণামুল হকের ছেলে শেখ শামিমুল হক কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ১২ জুন শুক্রবার সকাল ৮ টার দিকে তার ডিসকভার ১২৫ সিসি যার নম্বর যশোর-হ-১৬-৮৭৩০,মোটরসাইকেলটি কেশবপুর কাঁচাবাজার তরকারি চান্নীর সামনে গলির মধ্যে ঘাড়ে তালা দিয়ে রেখে মধু সরকারে মাছের আড়তে মহুরীর কাজ করতে যান। কাজ শেষে বেলা ১১টার দিকে তিনি সেখানে যেয়ে গাড়িটি আর পান নি। অজ্ঞাতনামা মোটরসাইখেল চোরদের নামে থানায় অভিযোগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটর সাইকেলটির হদিস মেলেনি। থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির কথা সি¦কার করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন