ভ্রাম্যমান প্রতিনিধি :
কেশবপুরে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করা হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) সকালে একটি র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দলিতের কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাসের সঞ্চালনায় জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট মিলন মিত্র, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস, উত্তম কুমার দাস, সাংবাদিক উৎপল দে, দলিতের মোবিলাইজার উত্তম মন্ডল, নিকোলাস মিস্ত্রি প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দলিত হরিজনের জীবন মান উন্নয়নে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।