স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর):
কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের লক্ষে সোমবার বেলা ১১ টায় থানা বিএনপি কার্যালয়ে ইউনিয়নটির নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। ইউনিয়নের ৪শ ৫৯ ভোটারের ভিতর ৩শ ৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে শুধুমাত্র সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বীতা করেন শফিকুল ইসলাম উজ্বল ও আসাদুজ্জামান খান বাবু। এখানে সংখ্যা গরিষ্ঠ ভোটে শফিকুল ইসলাম উজ্বলকে বিজয়ী ঘোষনা করেন দায়িত্ব প্রাপ্ত যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম মারুফ।
অপর দিকে সভাপতি পদে আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে আলমগীর কবীর ডালু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।