হোম খুলনাযশোর কেশবপুরে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

কেশবপুরে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 211 ভিউজ
স্টাফ রিপোর্টার:
যশোরের কেশবপুর উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কালীবাড়ি রোডের স্বর্ণপট্টিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি কনক কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কার্ত্তিক রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বপন কুমার চন্দ্র, কোষধ্যক্ষ বিপ্লব ধর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ মল্লিক ও নির্বাহী সদস্য বিধান চন্দ্র অধিকারী। স্বাগত বক্তব্য দেন, উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিন্টু। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংগঠনের নিয়ম মেনে কাজ করতে আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি কেশবপুর উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলার সভাপতি-সম্পাদক। #
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন