স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বীমার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করে। মানুষের জীবন ও স¤পত্তি বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকে। এসব ঝুঁকি ব্যবস্থাপনার মতো জটিল কাজ আর্থিক খাতে একমাত্র বীমার মাধ্যমে করা হয়। এজন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য বীমা খাত খুবই গুরুত্বপূর্ণ।