পরেশ দেবনাথ:
কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সকাল থেকে বিকাল পর্যন্ত ওই অনুষ্ঠান হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারী-২৫) উপজেলা পাবলিক ময়দানে উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবুল কালাম ও সহকারী শিক্ষক শংকর কুমার দাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সন্তোষ মন্ডল, জহির উদ্দীন, পলাশ কুমার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রধান শিক্ষক শাহিনুর রহমান প্রমূখ।