নিজস্ব প্রতিনিধি, কেশবপুর (যশোর):
কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় একই পরিবারের ৪ জন জখম হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করলে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার পাঁজিয়ার পূর্ব পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহ¯পতিবার বিকেলে পাঁজিয়া পূর্ব পাড়ার বিলের ভেতর দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ওই গ্রামের রাজু গাজী (৪০), ফজর গাজী (৫২), বাবলু গাজী (২৭), রাজ্জাক গাজী (৪৫), জোহর (১৮), বোরহানসহ (১৮) অজ্ঞাতনামা ৪/৫ জন একই গ্রামের রহমত গাজীর দুই ছেলে ইউসুফ আলী (২৬), আলামিন হোসেন (২৩) ও স্ত্রী নাজমা বেগম (৫২) এবং সোহরাব গাজীর ছেলে শওকত হোসেনের (৩৩) উপর হামলা চালায়। এলাকাবাসী ছুটে এসে তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি হওয়ার খবর শুনে শুক্রবার হাসপাতাল পরিদর্শন করেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো” জসিম উদ্দিন জানান, তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #