হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে চার দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে পাাঁজিয়াই শনিবার সন্ধ্যায় ৪দিন ব্যাপী বই মেলার শুভ উদ্বোধন হয়েছে। ১ মার্চ চারদিন ব্যাপী বই মেলা চলবে। পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারাম্যান জসীম উদ্দীন এর সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা পাবলিক কলেজের সাবেক অধ্যক্ষ মলিন বসু, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান, মহির উদ্দীন বিশ্বাস, আলী আব্বাস প্রমূখ।

বই মেলা উদযাপন কমিটির সভাপতি জাকির হোসেন লাল্টু ও সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয় জানান,মেলার মাঠে বিভিন্ন বই এর স্টল, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন থাকছে সাহিত্য কর্ম নিয়ে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুণীজনদের আলোচনা ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন