স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর):
চারুপীঠ একাডেমি’র হাতের লেখা বিভাগের প্রথম ব্যাচের সফলতায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যা ৭টায় একাডেমির কেশবপুরস্থ কার্যালয়ে। একাডেমি সহ সভাপতি সহকারী অধ্যাপক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদারের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা, ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, চারুপীঠের প্রধান পৃষ্ঠপোষক সহকারী অধ্যাপক মশিউর রহমান।
হাতের লেখা বিভাগের প্রশিক্ষক শংকর প্রসাদ দাশ এর সঞ্চালনায় মনোমুগ্ধকর সুধী সমাবেশে চারুপীঠ একাডেমির দীর্ঘ দিনের পথচলার সফলতা ব্যর্থতা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চারুপীঠ একাডেমি -এর প্রতিষ্ঠাতা পরিচালক উৎপল দে।
আলোচনা করেন পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অনুকুল মন্ডল, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, মধুশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি শেখ শাহীন, আল আমিন মডেল একাডেমির সহকারি প্রধান শিক্ষক সাহা বৈদ্যনাথ,সাংস্কৃতিককর্মী প্রনব মন্ডল মানব, ভাল্লুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ কুসুম পাল প্রমুখ। বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।