হোম খুলনাযশোর কেশবপুরে ঘের দখলের ঘটনায় বিএনপি নেতা সহ আহত ১০

কেশবপুরে ঘের দখলের ঘটনায় বিএনপি নেতা সহ আহত ১০

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

স্টাফ রিপোর্টার:
কেশবপুর উপজেলার সারুটিয়া বিলের একটি মাছের ঘেরের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ দুদফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এঘটনায় ঘের মালিক ছিদ্দিকুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া বিলে ৮৫ বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা মৎস্যলীগের সভাপতি এস এম মুনজুর রহমান ঘেরটি করার পর চলতি বছর জমির মালিক কৃষকরা ৫ বছরের জন্যে ছিদ্দিক বিশ্বাসের নামে ঘেরটি ডিড করে দেয়। এখবর জানতে পেরে মুনজুর রহমানও কিছু কৃষকের কাছ থেকে ডিড করে নেয়। কৃষকরা দুপক্ষের ডিডে স্বাক্ষর করায় ঘেরটির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করতে থাকে। যা আদালত পর্যন্ত গড়ায়।

এদিকে, গত ১৪ নভেম্বর ভোরে ছিদ্দিক বিশ্বাস লোকজন নিয়ে তার ঘেরে মাছ ধরতে যায়। এসময় মুনজুর রহমানের পক্ষের লোকজন বাধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছিদ্দিক পক্ষের বিএনপি নেতা আব্দুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, ইকবাল হোসেনও মামুন হোসেন গুরুতর রক্তাক্ত জখম হয়। মামলার হাত থেকে রক্ষা পেতে আহত না হয়েও মুনজুর রহমান পক্ষের আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, ফয়সাল, মামুনও হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে আব্দুল্লাহ সরদার, বিল্লাল হোসেন ও ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তারা জানিয়েছেন। এঘটনায় ছিদ্দিকুর রহমান বাদী হয়ে বিরোধী পক্ষের ১০/১২ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ভেরচি ফাড়ি ইনচার্জ এসআই শামীম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে আবারও সংঘর্ষ শুরু হলে পুনরায় ঘটনাস্থলে গিয়ে শান্ত করা হয়। এঘটনায় ছিদ্দিকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার কেশবপুর থানায় অভিযোগ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন