স্টাফ রির্পোটার, কেশবপুরঃ
যশোরের কেশবপুরে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ছয় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কোমরপোল গ্রামের পরশ দাসের ছেলে তপু দাস সোমবার দুপুরে ঘুড়ি উড়াতে গিয়ে স্থানীয় একটি ঘেরে থাকা বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।এসময় তাৎক্ষণিক ওই শিশুকে এলাকাবাসী উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেও সে মৃত্যুবরণ করেছে।
এই ঘটনার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার এস আই নাসির উদ্দিন জানান, এব্যাপারে কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।