স্টাফ রিপোর্টার:
যশোরের কেশবপুরে ঘন কুয়াশার মধ্যে পুকুরের পানিতে পড়ে সকিনা খাতুন (৭২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার শিকারপুর গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শিকারপুর গ্রামের মৃত আনসার সরদারের স্ত্রী সকিনা খাতুন রবিবার ভোরে ঘন কুয়াশার মধ্যে নিজ বসত ঘর থেকে বের হয়ে পুকুর পাড় দিয়ে পার্শ্ববর্তী বড় ছেলে নজরুল ইসলামারে বাড়ি যাওয়ার সময় পানিতে পড়ে মারা যান। এলাকাবাসী পুকুরের পানিতে ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরবর্তীতে পরিবারের লোকজন এসে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে কেশবপুর থানায় এস আই আমিনুল ইসলাম বলেন, ওই বৃদ্ধা ঘন কুয়াশার মধ্যে লাঠি ভর দিয়ে ছেলের বাড়িতে যাওয়ার সময় পা সরে পুকুরের পানিতে পড়ে মারা যান। তাছাড়া তিনি চোখেও কম দেখেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।