পরেশ দেবনাথ:
কেশবপুরে গ্রাম আদালতের আইন বিধিমালার আওতায় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন অতিবাহিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ মে-২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী গ্রাম আদালতের আইন বিধিমালা বিষয়ক প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, গ্রাম আদালত প্রকল্পের যশোর জেলা ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়। ট্রেনিংয়ে সার্বিক সহযোগিতা করেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুসা বিশ্বাস। দুই দিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার ইউনিয়ন পরিষদের ৪৮ জন সদস্য (ব্যাচ-১) প্রশিক্ষণ গ্রহণ করেন।