স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের রাজনগরবাঁকাবর্শী গ্রামে মঙ্গলবার রাতে এক গৃহবধূকে জোর পুর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এলাকাবাসি ওই গৃহবধূর আত্ম চিৎকারে ঘটনাস্থলে পৌছে ধর্ষককে ধরে ফেলে ওই রাতে পুলিশ পৌছে ধর্ষককে আটক ও গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য থানায় নিয়ে আসে।
এলাকাবাসি ও থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত এগারো টার দিকে রাজনগরবাঁকাবর্শী গ্রামের মৃত আমির উদ্দিন মোল্যার ছেলে শফিকুল ইসলাম (৩৫) একই গ্রামের নাজমা খাতুন নামে এক গৃহবধূকে জোর পুর্বক ধর্ষণ করে। তার স্বামী জেলখানায় থাকার সুবাদে ধর্ষক শফিকুল এ সুযোগ নেয়।
এ ঘটনায় কেশবপুর থানায় ধর্ষণ মামলা হয়েছে যার নম্বর-৫, তারিখ ২২-১২-২০২১। বুধবার সকালে ধর্ষককে আদালতে সোপর্দ করেছে পুরিশ ও ভিকটিম গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
