হোম ফিচার কেশবপুরে কোভিট ১৯ এ ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে কোভিট ১৯ এ ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ অয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উদ্যোগে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার,এমপি। বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা নাছরীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, অভয়নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মফিজ, চেয়ারম্যান আনিসুর রহমান, চেয়ারম্যান আব্দুস সামাদ, অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে,উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র, হিসাব রক্ষক লিটন ঘোষ, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিয়ার রহমান প্রমূখ ।

কেশবপুরে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্থ ২০ জন উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পক্ষ থেকে ২০ লক্ষ টাকা প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করেন। এর আগে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, অস্বচ্ছল সাংস্কৃতিকসেবীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন