কেশবপুর(যশোর) প্রতিনিধি :
কেশবপুরের শাহাপুর গ্রামে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
এ সময় উপিস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপ পরিচালক সৌমিত্র সরকার, উপজেলা সিনিয়র কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা , উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, কৃষি সম্প্রসারণে কর্মকর্তা ইমরান বীন সিলাম ,কৃষক আব্দূল মালেক ও শ্যাম সুন্দর মল্লিক ।
শাহাপুর গ্রামে ৫০০ বিঘা জমিতে সরিষার আবাদ হয়েছে। ওই সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহের জন্য বাস্ক স্থাপন করা হয়েছে।
s