হোম খুলনাযশোর কেশবপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

স্টাফ রিপোর্টার:
কেশবপুরের মজিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুল ইসলাম কচি। আরও বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, হুমায়ুন কবির সুমন, মিজানুর রহমান, মোস্তফা আনোয়ার, কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন,দেশে এখনো গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলছে, সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,শালিসি, ঘের দখলে সহযোগিতা করা থেকে বিরত থাকুন, বিএনপি এসকল নেতাকর্মীদের বরদাস্ত করবে না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন