নিজস্ব প্রতিনিধি, কেশবপুর..
করনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে সন্ন্যাসগাছা আমেনা শাহাদাত ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ( সি জেড) এর উদ্যোগে আজ সকালে পরিবার প্রতি তিন হাজার টাকা করে ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে । প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডঃ আবিদ হাসান মোল্লা তার বাবা-মা আমেনা শাহাদাত ফাউন্ডেশনের সহযোগিতায় নগদ অর্থ বিতরণ করেন ।