স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় শহরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, কেশবপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সম্মিলিত সাংস্কৃতিক জোট আল আমিন মডেল একাডেমী, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, চারুপীঠ আর্ট স্কুল সহ বিভিন্ন সংগঠন। ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে আলোচনা সভা ,পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,ওসি বোরহান উদ্দীন, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান প্রমূখ।