হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর):

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএসসি) ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়।

উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি হারুনার রশিদ বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক উৎপল দে, ইউনিয়ন পরিষদের মেম্বার শাহানাজ বেগম, সংগঠনের সদস্য সুফিয়া পারভিন শিখা, সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের খুলনা ডিডিশনাল এসিট্যান্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ।

সভায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিগত ৬ মাসে সংগঠনের সদস্যরা কী কী কাজ করেছে এবং আগামীতে কী ধরনের কাজ করবে সে বিষয়েও আলোচনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন