হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরের পাঁজিয়া এলাকায় মুক্তি ব্যানার্জি (৩৫) নামে এক যুবককে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে পাঁজিয়া বাজার থেকে ভ্যানযোগে মুক্তি ব্যানার্জি নিজ বাড়ি মাদারডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে মটর সাইকেল আরোহি যুবকরা তার মাথায় চাইনিচ কুড়াল দিয়ে কুপিয়ে হত্রা চেষ্টা টচালায়। পথচারিরা এড়িগয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

কেশবপুর থানার ওসি তদন্ত শিকদার মতিউর রহমান জানান, থানায কোন অভিযোগ হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন