কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ফ্যাসিবাদী আওয়ামী দোসরদের যোগসাজশে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অবৈধ নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে মঙ্গলবার দুপুরের শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত আরা, প্রধান শিক্ষক হযরত আলী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম,প্রধান শিক্ষক শাহীনুজ্জামান, প্রধান শিক্ষক ইয়াকুব আলী,সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক জাহিদ হাসান প্রমূখ। দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ।
উল্লেখ, গত ২১ ডিসেম্বর ২০২৪ কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফশীল যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ.কে এম নাজমুল ইসলাম স্বাক্ষরিত ১১ জানুয়ারি ২০২৫,শনিবার নির্বাচনের দিন ধার্য করা হয়।