হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে আম্ফাণে ক্ষতিগ্রস্থ ৯টি দরিদ্র পরিবার পাচ্ছে নতুন পাকা ঘর

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৯টি দরিদ্র পরিবারের মাঝে পাকা ঘর নির্মাণের ভিত্তি প্রস্থর শনিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে আম্ফান হাউজিং প্রকল্পের আওতায় ওই ঘর নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা ও জাহানপুর বিডির আয়োজনে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে বালিয়াডাঙ্গায় প্রধান অতিথি হিসেবে ঘর নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা বিআরডিবির সভাপতি মদন সাহা অপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ ও উজ্জ্বল দাস প্রমুখ।

কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বালিয়াডাঙ্গা এলাকায় ৩টি ও সাবদিয়া এলাকায় ৬টি ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে দুই কক্ষ বিশিষ্ট পাকা টিনের ছাউনি ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। অর্থয়নে কম্প্যাশন ইন্টার ন্যাশনাল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন