হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে আমের আড়ত শ্রমিকের জিপিএ ৫ লাভ

কেশবপুরে আমের আড়ত শ্রমিকের জিপিএ ৫ লাভ

কর্তৃক
০ মন্তব্য 82 ভিউজ

জয়দেব চক্রবর্ত্তী ,স্টাফ রিপোর্টার,কেশবপুর :
অভাব যার নিত্য সঙ্গী জঠর জ্বালা মেটাতে শ্রমিকের কাজ সহ বর্তমানে আম বাজারের আড়তে কাজ করছে সাঙ্গাকারা দাস(১৬)। এবারের এস এসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়ে সকলে তাক লাগিয়ে দিয়েছে। লেখাপড়ার অদম্য বাসনায় লালিত সাঙ্গকারা দাস সাংবাদিকদের জানান, রেজাল্ট ভালো করে কি হবে,যে পরিবারে তার জন্ম সেখান থেকে উচ্চ শিক্ষা করার মতো সামর্থ নেই তাদের।
পরীক্ষার ফলাফলের দিনেও সে ক্লান্ত শরীরে আম প্যাকেটিং করার কাজ করছে। সাঙ্গাকারা দাস বুড়িহাটিস্থ মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে । কেশবপুরের মজিদপুর গ্রামের ছোট একটি কুঠিতে তাদের বসবাস। তার পিতা কালিপদ দাস ও মাতা পার্বতী রানী দাস। তার বাবা একজন ভ্যান চালক। সাঙ্গাকারা দাস জানায় , অভাব অনটনের সংসারে প্রতিদিন স্কুল শেষে কেশবপুর বাজারে লেবারের কাজ করে। তা থেকে যা উর্পাজন হয় সেটা থেকে কষ্ট করে পড়াশুনা চালায় ।ভ্যান চালক পিতার ছেলে ভবিষ্যতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। কষ্টের সংসারে তার উচ্চ শিক্ষার বাসনা আজ হতাশা গ্রস্থ। সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সাঙ্গকারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারতো বলে তার দৃঢ় বিশ^াস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন