হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে আবৃত্তি, হাতের লেখা ও নৃত্যের উদ্বোধন

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে আবৃত্তি, হাতের লেখা ও নৃত্য বিভাগের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ওই ৩ বিভাগে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ বেতার খুলনার আবৃত্তি শিল্পী ও চারুপীঠের আবৃত্তি বিভাগের প্রশিক্ষক মাসুদুর রহমান।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, অধ্যক্ষ জাকির হোসেন, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক মনিরুজ্জামান, যশোর শিশু একাডেমি ও চারুপীঠের নৃত্য প্রশিক্ষক অদিতি সরকার, প্রধান শিক্ষক সুমন দাস ও শিক্ষক সাহা বৈদ্যনাথ এবং হাতের লেখার প্রশিক্ষক শাহনাজ সুলতানা।

চারুপীঠ আর্ট স্কুলে শিশুদের মেধা বিকাশের জন্য চিত্রাংকনের পাশাপাশি এবার আবৃত্তি, হাতের লেখা ও নৃত্য বিভাগে শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু হলো। এ ৩টি বিভাগে ১১০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন