হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে আদালতে মামলা চলাকালে জমি দখলে নেয়ার চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকাকালে জমি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আয়শা বেগম বাদী হয়ে গত ১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়–য়া গ্রামের আয়শা বেগম ও তার স্বামী ইসলাম সরদার কেশবপুর প্রেসক্লাবে হাজির হয়ে জানান যে, আড়ুয়া মৌজায় ৩৭৩, ৩৮০ ও ৬২১ নং হাল দাগের ১৪৮ দশমিক ২৫ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছেন। উক্ত জমি নিয়ে একই গ্রামের মৃত আবেদ আলী মোল্যার ছেলে ইয়াকুব আলীর সাথে ৩৫ বছর ধরে আদালতে মামলা চলে আসছে। তিনটি রায় বাদী আয়শা বেগম ও তার ভাই হোসেন আলীর অনুকুলে আসে। কিন্তু তারপরও ইয়াকুব আলী মোল্যা হয়রানি করার উদ্দেশ্যে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে আরেকটি মামলা দায়ের করেন যার নং- ৬২/২০১৬। এ মামলা আদালতে চলমান থাকার পরও প্রতিপক্ষ ইয়াকুব আলী মোল্যা, তার ছেলে আলাউদ্দিন মোল্যা ও নাসির উদ্দিন মোল্যা জোরপূর্বক জমি দখলে নেয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছে। যে কোন সময় তারা জমি জবরদখল করে নিতে পারে বলে আয়শা বেগম বাদী হয়ে গত ১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকতার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন আইনশৃংখলা বজায় রাখার স্বার্থে তফসিল বর্নিত সম্পত্তিতে স্থিতি অবস্থা বজায় জন্য কেশবপুর থানার ওসিকে অনুরোধ করেন। প্রতিপক্ষ ইয়াকুব আলী মোল্যাগং বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার সহকারি উপপরিদর্শক রহমত আলী বলেন, অভিযোগের কপি পাওয়া গেছে। শান্তি শৃংখলা বজায় রাখতে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন