স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরের কুশুলদিয়া গ্রামে জমি নিয়ে বিবাদে প্রতিপক্ষরা আগাছা নাশক স্প্রে করে এক কৃষকের ১৬ শতাংশ জমির পাট নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় হাবিবুর রহমান বাদি হয়ে ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মির্জাপুর গ্রামের ইউসুপ আলী মোড়লের ছেলে হাবিবুর রহমান দেড়মাস আগে তার কুশুলদিয়া গ্রামের ১৬ শতাংশ জমিতে পাটের আবাদ করে পরিচর্যা করেছেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে তার সহোদর ভাই আজিবার রহমানসহ ৪ থেকে ৫ জন যুবক গত ৩০ মে রাতে হাবিবুর রহমানের ওই পাট ক্ষেতে আগাছা নাশক স্প্রে করে। এতে তার সমস্ত ক্ষেতের পাট পুড়ে নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগে হাবিবুর রহমান বাদি হয়ে আজিবার রহমান, আবদুস সাত্তার, সরোয়ার হোসেন বুলু, মশিয়ার রহমান ও সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে আজিবার রহমান জানান, আমি তার জমিতে কোন আগাছা নাশক স্প্রে করিনি। সে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। কেশবপুর থানার এএসআই আবদুল মোমিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় (১ জুন) এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
