স্টাফ রিপোর্টার:
কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ওরফে আলবাহারের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ বিক্রি করার ঘটনা ঘটেছে। এলাকাবাসী এ ঘটনা ইউনিয়ন ভুমি অফিসে জানালে রাস্তা পরিমাপ শেষে তিনটি মেহগনি গাছের ৬ টি লগ ও জ্বালানি জব্দ করে পাঁজিয়া ইউনিয়নের তহশিলদার নিয়ে আসেন তহশিল অফিসে।
আবদুল আহাদ ওরফে আলবাহার জানান, তিনি গড়ভাঙ্গা গ্রামের আবদুল খালেক এর নিকট থেকে জমিক্রয় করেন,এ জমির ৫ টি মেহগনি গাছ তিনি বিক্রি করেন। আজ এলাবাসি বাঁধা দিলে স্থানীয় আমিন দিয়ে পরিমাপ করে ৩ টি গাছ সরকারি রাস্তার মধ্যে চলে যায়। এ বিষয়ে তহশিলদার জাহিদুর রহমান লিপটন বলেন,কর্তনকৃত তিনি গাছের ৬ টি লগকাঠ ও জ্বালানি জব্দ করা হয়েছে। #