স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে উপজেলার মূলগ্রামে শুক্রবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ায়ে স্বামী ও স্ত্রীকে অজ্ঞান করে মালামাল লুট করার ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার থানায় অভিযোগ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রামের আমিনুর রহমান (৩৫) ও তার স্ত্রী সুমাইয়া খাতুন (২৩) শুক্রবার দুপুরে খাবার খাওয়ার পর সন্ধ্যার আগেই তারা ঘরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। গভীর রাতে সুমাইয়া খাতুনের জ্ঞান ফিরলে দেখতে পায় কে বা কারা ঘর থেকে বের হয়ে যাচ্ছে।
এ সময় তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে পরিবারের অন্যদের অজ্ঞান পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমিনুর রহমানের জ্ঞান ফেরার পর তিনি জানান, ঘর থেকে নগত ৮০ হাজার টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনা উল্লেখ করে আমিনুর রহমানের ভাই আতিয়ার রহমান শনিবার কেশবপুর থানায় একটি অভিযোগ করেছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার এএসআই ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।