হোম খুলনাযশোর কেশবপুরের সীমান্তবর্তী সপ্তপল্লী মহাশ্মশানে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

কেশবপুরের সীমান্তবর্তী সপ্তপল্লী মহাশ্মশানে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

পরেশ দেবনাথ:

কেশবপুরের সীমান্তবর্তী এলাকা ডুমুরিয়য়া উপজেলার বৃহত্তর নৱনিয়া কালীবাড়ি (অলিপুর) সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের সার্বজনীন ভক্তবৃন্দের উদ্যোগে ২৩ তম ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

৪ দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠানের প্রথম দিন আজ শুক্রবার (১৫ নভেম্বর-২৪) বিকেলে ধর্মীয় গান ও ভজন কীর্তন, ধর্মীয় আলোচনা। সন্ধ্যায় মহানামযজ্ঞ অনুষ্ঠানের শুভ উদ্বোধন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভাগবত আলোচনা। রাতে ভাগবত আলোচনা, অধিবাস কীৰ্ত্তন ও রাত ১২টায় শ্রীশ্রী কালী পূজা, পূজারীঃ শ্রী দেবাশীষ চক্রবর্তী।

১৬ ও ১৭ নভেম্বর শণিবার ও রবিবার ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীৰ্ত্তন। ১৮ নভেম্বর সোমবার মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগরভ্রমণ ও শান্তি আশীর্বাদ, দুপুরে মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ।ভাগবত আলোচক থাকবেন, শ্রীমৎ আচাৰ্য্য মাধব গাঙ্গুলী, অধিবাস কীর্ত্তন ও সেবাইতঃ শ্রী রাধা মদন গোপাল সম্প্রদায়, নাংলা আশ্রম, তালা, সাতক্ষীরা।

নামামৃত পরিবেশনায় থাকবেনঃ শ্রীশ্রী নিত্যানন্দ সম্প্রদায় মাষ্টার-প্রিয়নাথ সরকার, খুলনা। শ্রীশ্রী কানু গোপাল সম্প্রদায় মাষ্টার-বাবু বিমল কৃষ্ণ ঘরামী, পটুয়াখালী। শ্রীশ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায় মাষ্টার-বাবু গৌতম মণ্ডল, গোপালগঞ্জ। শ্রীশ্রী জয়গুরু সনাতন সম্প্রদায় মাষ্টার-বাবু সুকলব বিশ্বাস, ফরিদপুর। শ্রীশ্রী শ্যাম সুন্দর সম্প্রদায় মাষ্টার-দেবাশীষ বিশ্বাস, সাতক্ষীরা। শ্রীশ্রী সচিনন্দ সম্প্রদায় মাষ্টার-বাবু সুমন চক্রবর্তী, কুষ্টিয়া। শ্রীশ্রী রাধামদন গোপাল সম্প্রদায় মাষ্টার-বাবু শ্রীমৎ আর্চায্য মাধব গাঙ্গুলী, তালা নাংলা। ভক্তদের দান সাদরে গৃহীত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন