স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের সাতবাড়িয়া পশুহাটটি বন্ধ ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার। স¤প্রতি ওই পশু হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সাতবাড়িয়া পশুহাট বন্ধের বিষয়ে সকলকে অবগতির জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, সাতবাড়িয়া পশুহাট ব্যক্তি মালিকাধীন ২১ শতক জমিতে গড়ে ওঠে। জমির মালিকগণ ওই হাটের জমি যশোরের কালেক্টরের অনুকূলে হস্তান্তর করেন। যা সায়রাতভুক্তসহ সরকারিভাবে ইজারাভুক্ত করণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সাতবাড়িয়ার সাধারণ হাটটি সরকারিভাবে ইজারাভুক্ত। যার সাথে ওই পশুহাটের কোন সম্পর্ক নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ইজারাবিহীন সাতবাড়িয়া পশুহাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।