পরেশ দেবনাথ:
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়নে বাজার সংলগ্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কক্ষে ওই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৭ আগস্ট২৫) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু তৈমুর-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি, এম আবুল হোসাইন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি সহ-দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ আসাদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেশবপুর শাখার আহ্বায়ক মোঃ সামসুল আলম বুল বুল, ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ডাচ-বাংলা ব্যাংক কেশবপুর ইউনিটের ম্যানেজার ইজাবুর রহমান, বিদয়ালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার ঘোষসহ সকল শিক্ষক-শিক্ষিকা। শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে কৃতি ৫ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দ। কৃতি ৫ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করায় উপস্থিত অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।