হোম অন্যান্যসারাদেশ কেশবপুরের সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যানের ফেসবুক আইডি হ্যাক বিভিন্ন লোকের কাছে টাকা ধার চাওয়ার অভিযোগ

কেশবপুরের সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যানের ফেসবুক আইডি হ্যাক বিভিন্ন লোকের কাছে টাকা ধার চাওয়ার অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর :

কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলামের ফেস বুক আইডি হ্যাক করে বুধবার দুপুরে হ্যাকাররা টাকা ধার চেয়ে ম্যাসেন্জারে ম্যাসেজ করছে।

এ বিষয়ে কাজী মুস্তাফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের টাকা চাওয়ার ঘটনা বিভিন্ন ব্যক্তির নিকট থেকে আমি ফোন পেয়েছি। সম্ভবতঃ আমার ফেসবুক আইডি হ্যাক করে টাকা চাওয়ার ঘটনা ঘটছে। তিন এ বিসয়টি জানতে পেরেছেন বিভিন্ন ফেসবুক বন্ধুদের নিকট থেকে। এ বিষয়ে তিনি বলেন, কেউ টাকা দিবেন না।

হ্যাকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। সাংবাদিক উৎপল দে জানান, চেয়ারম্যানের আইডি থেকে তার কাছে ৩ হাজার টাকা ধার চাওয়া হয়েছে। এ ছাড়া কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর নিকট টাকা ধার চাওয়া হয়েছে ৩ হাজার। তিনি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে সেল ফোনে জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন