জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) :
বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলার শুভ উদ্বোধন করেছেন চেয়ার অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর সাহিত্য কর্মে ধেশাত্মবোধকে জাগরুক করেছেন, বাংলা সাহিত্যে রুপায়ন সৃষ্টিতে তিনি অনন্য। তার গভীর দেশাত্মবোধ আজকের বাংলাভাষা । ফ্রান্সে বস্ওে তিনি কপোতাক্ষ নদের কুল কুল ধ্বনি শুনেছেন। রচনা করেছেন শৈশবে বেড়ে ওঠা কপোতাক্ষ নদকে ঘিরে সাহিত্য সম্ভার।
মধু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. শওকত আরা হোসেন, যশোর -৫ আসনের এমপি মোঃ ইয়াকুব আলী , যশোর -৬ আসনের এমপি আজিজুল ইসলাম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তদব্য রাখেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
আলোচনানুষ্ঠানে আমন্ত্রত অতিথিদের অনেকাংশ ই অনুপস্থিত ছিলেন। এর পূর্বে মুক্ত মঞ্চে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। প্রধান অতিথি মধু মেলার গেটে বেলুন ও কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন।
মধু মেলা উদযাপনে মেলার মাঠে কঠোর নিরাপত্তা বলয় থাকছে। মেলাকে আকর্ষনিয় করে তুলতে থাকছে মুক্ত মে যাত্রাপালা ,সার্কাস, যাদু, মৃত্যুকুপ, ভ্যারাইটি শো, বিসিক ষ্টল, মনোহারি ও শীতের কাপড় বিক্রির ষ্টল। প্রতিদিন মধু মে থাকছে যাত্রা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বিদ্বগ্ধ জনদের কবির জীবনীর উপর আলোচনা।