হোম আন্তর্জাতিক কেশবপুরের মিঠা পানির মাছ ভারতের মার্কেটে জনপ্রিয় হয়ে উঠেছে

কেশবপুরের মিঠা পানির মাছ ভারতের মার্কেটে জনপ্রিয় হয়ে উঠেছে

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরের মিঠা পানির মাছ ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। যে কারণে উৎপাদিত মাছের ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। তবে বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানী হলে ব্যবসায়ীরা আরও বেশী সুবিধা পেত।

বৈষিক করোনার কারণে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত রপ্তানী বন্ধ ছিল। গত তিন সপ্তাহ ধরে আবারও মাছ রপ্তানী শুরু হয়েছে। কেশবপুর থেকেও মাছ রপ্তানি শুরু হয়েছে। এনিয়ে শ্রমিকদের মধ্যে ব্যস্ততা বেড়ে গেছে। প্রতিদিন প্রায় ১৮০ থেকে ১৮৫ মন মাছ সরবরাহ করা হয়।
কেশবপুর মৎস্য অফিস সূত্রে জানা গেছে কেশবপুরে ৪ হাজার ৬ শত ৫৮ মাছের ঘের রয়েছে। এর ফলে মাছের উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে।
শিং,চিতল, রুই,সিলভার কার্প, কাতলা, গøাস কার্প ,বøাড কাপ ইত্যাদি মাছগুলো রপ্তানী করা হচ্ছে। মাছ ব্যবসায়ীরা জানান , ২৫ কেজি মাছ একটি ক্যারেটে (প্লাষ্টিকের ঝুড়ি) ধরে। সেটা প্যাকেট জাতকরণ করা হয়। প্রতি গাড়িতে ৩০০ টি ক্যারেট বহন করা যায়। প্রতিদিন প্রায় ১৮০ থেকে ১৮৫ মন মাছ সরবরাহ করা হয়। কেশবপুর মাছ বাজার গিয়ে দেখা যায় মাছ রপ্তানির জন্য মাছ প্যাকেট করা হচ্ছে।
কেশবপুর বাজারের মৎস্য ব্যবসায়ী আতিয়ার রহমান, মতিয়ার রহমান, মঈন উদ্দিন , ইকবাল হোসেন সহ আরো কয়েকজন ভারতের আখাউড়া স্থলবন্দর একজন এজেন্টের মাধ্যমে মাছ রপ্তানি করেন। মাছ ব্যবসায়ী আতিয়ার রহমান সাংবাদিকরে জানান ,ভারতে মিঠা পানির মাছের ব্যাপক চাহিদা থাকায় এখান থেকে মাছ পাঠানো হয়।

মাছ কাঁচা মাল তাই কখন লাভ হয় আবার ক্ষতি হয়। তবে বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ পাঠাতে পারলে লাভ হতো। মাছ ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন,সরকারি ভাবে মাছ রপ্তানির জন্য প্রক্রিয়াজাত ও রপ্তানির জন্য সহযোগিতা করলে কেশবপুরের সাধারণ মৎস্য চাষীরা উপকৃত হবেন ও সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন