স্টাফ রিপোর্টার:
রোববার রাতে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের বিশ্বাসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।
জানা গেছে ১২/১৪ টি মোটরসাইকেলে ৩০ থেকে ৪০ জন যুবক বাড়ির নিচতলায় ভাঙচুর করে। পরে চেয়ারম্যানের বাড়ির উঠানে থাকা ধানের গোলাতে আগুন জ্বালিয়ে দেয়া হয় । পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস জানান, তিনি তার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ি ভাঙচুর শুরু করে। তাদের মধ্যে কয়েকজন যেয়ে বাড়ি উঠানে থাকা ধানের গোলায় আগুন জ্বালিয়ে দেয়। একই সাথে তার উঠানে থাকা একটি স্যালো মেশিন, গ্যাসের সিলিন্ডার ও ২০টি পাম্প মেশিনেও আগুন ধরিয়ে দেয় তারা। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য তার বাড়িঘর আগুনের হাত থেকে বেচে যায়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর শুনে সেকেন্ড অফিসার মোকলেসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিযেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।