স্টাফ রিপোর্টার:
অকাল জলাবদ্ধতার শিকার কেশবপুরের বিল খুকশিয়া এলাকার সেচ ওপানি নিষ্কাশনের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক পরবর্তী কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে ২৭ বিল পানি নিষ্কাশন কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক পাউবোর সদস্য মহির উদ্দিন বিশ্বাস, সিরাজুল ইসলাম, মাহাবুর রহমান, প্রভাষক শহীদুল ইসলাম, আসাদুজ্জামান লিপু,আবুল কালাম পাটোয়ারী, কমিটির হিসাব রক্ষক বিলাল হোসেন, ওজিয়ার রহমান বিশ্বাস, মোঃ শহীদ প্রমুখ। সভায় জমির মালিক কৃষক ও মাছের ঘের মালিক দের নিকট থেকে প্রাপ্ত অর্থ ও ব্যায়ের হিসাব সহ পরবর্তী কার্যক্রম পরিচালনায় জমির মালিক ও সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। ১৯৮৪ সাল থেকে এ অঞ্চলের অপরিকল্পিত ভাবে বিভিন্ন প্রকল্পে কাজ বাস্তবায়ন করায় এবং টি আর এম এর ধারাবাহিকতা বজায় বজায় না রাখায় আজ পর্যন্ত জলাবদ্ধতা নিরসন হয়নি।এ সমস্যা সমাধানে হরী ঘ্যাংরাইল নদী খনন করে উপযুক্ত স্থানে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পিত ভাবে টি আর এম করা বিষয় প্রয়োজন। ভূ পৃষ্ট নিম্নগমন সমুদ্র সমতলে উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে উক্ত বিলের ২ হাজার হেক্টর পানি নিষ্কাশন কখনোই সম্ভব হবে না। অতিবৃষ্টি জনিত বন্যা ও ক্লাসমেট এলাকায় বাইরের পানি প্রবেশ বন্ধ করে জলাবদ্ধতা নিরসনে জরুরি প্রয়োজনে ৬ টা ৩৫ কিউসেক বৈদ্যুতিক পাম্প বিশেষ ভাবে প্রয়োজন আছে।