পরেশ দেবনাথ:
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি-২৫) সন্ধ্যায় ওই অনুষ্ঠান সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোস্তফা কামাল লিটন-এর সঞ্চালনায় ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শেখ সুলতান আহমেদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মঙ্গলকোট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষক মনোজ কান্তি হালদার, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, সহকারী শিক্ষক জাকির হোসেন প্রমূখ। প্রতিবছরের মত এবারও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সুধী জনেরা উপস্থিত ছিলেন।